
|
ইরান নিয়ে মার্কিন হুমকিতে চীন-রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া
প্রকাশ:
১৬ জানুয়ারী, ২০২৬, ০৫:১০ বিকাল
নিউজ ডেস্ক |
|
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। যুক্তরাষ্ট্রের আহ্বানে হওয়া বৈঠকে ইরান ঘিরে ডোনাল্ড ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। ওয়াশিংটনের হস্তক্ষেপের চেষ্টা ও হুমকিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ জমছে বলে সতর্ক করেছে বেইজিং। আর মধ্যপ্রাচ্য নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠককে সার্কাস বলে সমালোচনা করেছে মস্কো। নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই মন্তব্য করেন, ইরান ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তিনি যুক্তরাষ্ট্রকে বলপ্রয়োগের হুমকি পরিত্যাগের আহ্বান এবং সব পক্ষকে সংযম দেখাতে বলেন। সুন লেই বলেন, ইরানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছে। প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি দিয়েছে। এর ফল হিসেবে মধ্যপ্রাচ্যের ওপর যুদ্ধের মেঘ জমছে। অঞ্চলটিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সামরিক পদক্ষেপের বিরোধিতা নিয়ে বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করে সুন লেই বলেন, বলপ্রয়োগ কখনোই সমস্যার সমাধান করতে পারে না। এটি কেবল সমস্যাকে আরও জটিল ও অমীমাংসিত করে তুলবে। যেকোনো সামরিক দুঃসাহসিকতা অঞ্চলটিকে অনিশ্চিত ও নিয়ন্ত্রণহীন অতল গহ্বরের দিকে ঠেলে দেবে। ‘সস্তা সার্কাস’ চলছে
মস্কোর প্রতিনিধি আরও বলেন, বিদেশি শক্তিগুলো বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি সরকার উৎখাত করতে চাইছে। তারা ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করতে চায়। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার হুমকি আর্চি ইয়ং বলেন, ইরানে সম্ভবত হাজার হাজার মানুষ নিহত এবং আরও বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এমন খবরে যুক্তরাজ্য মর্মাহত। এটি বিগত দশকগুলোর মধ্যে জনবিক্ষোভের ওপর সবচেয়ে নৃশংস দমন কাণ্ড। ইরানি কর্তৃপক্ষের উচিত তাদের জনগণকে রক্ষা করা, নিষ্ঠুরতা চালানো নয়। তেহরানের সরকার যদি এই পন্থ থেকে সরে না আসে তাহলে যুক্তরাজ্য অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে। এদিন জাতিসংঘে ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলাম হোসেইন দর্জি দাবি করেন, ‘ইরানে কিছু নিরীহ নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সহিংসতা চালিয়েছে আইএসআইএস।’ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে দর্জি বলেন, অপরাধ সংঘটিত করার জন্য তারা ভাড়াটে লোক পাঠিয়েছে। এর আগে জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা পোবী নিরাপত্তা পরিষদকে বলেন, ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকি উদ্বেগজনক। পরিস্থিতির অবনতি ঠেকাতে সব ধরনের চেষ্টা চালানো আবশ্যক। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেছেন, ইরানের সরকার নিজের জনগণের ওপর যে মাত্রার সহিংসতা চালিয়েছে, সেটির প্রভাব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর পড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। এমএন/ |