
|
১১ দল ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
প্রকাশ:
১৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
|
জামায়াতে ইসলামীসহ ১১ দলের যে নির্বাচনি ঐক্য হয়েছে তা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন। গাজী আতাউর রহমান জানান, তাদের প্রার্থীরা ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দুটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী এখনো কাজ করছেন। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তাদের একজনও প্রার্থিতা প্রত্যাহার না করেন। ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, আমরা ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত মনে করে রাজনীতি করি। এজন্য আমাদের নেতাকর্মীদের কোনো হতাশা নেই। আমরা জানি, আমাদের পথচলা হয়ত মসৃণ নাও হতে পারে। ক্ষমতার রাজনীতি আমরা করি না। আমরা নীতি আদর্শের রাজনীতি করি। ১১ দলের জোটে আমরা ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। মাওলানা গাজী আতাউর রহমান জানান, ২৬৮ আসনের বাইরে বাকি ৩২টি আসনেও তারা সমর্থন দেবেন। তবে কাকে সমর্থন দেবেন তা এখনই নির্ধারণ হয়নি। যাদের সঙ্গে নীতি-আদর্শের মিল হবে তাদের সমর্থন দেওয়া হবে। কোনো সিট খালি থাকবে না। এমএন/ |