
|
গাজীপুরে ৩য় বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আজ
প্রকাশ:
১৬ জানুয়ারী, ২০২৬, ১০:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
গাজীপুর প্রতিনিধি: ইমাম-উলামা পরিষদের উদ্যোগে গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড এলাকায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক। দেশবরেণ্য ওলামায়ে কেরামের অংশগ্রহণে সম্মেলনটি ইতোমধ্যে টঙ্গী-গাজীপুর অঞ্চলের সর্ববৃহৎ ইসলামী সম্মেলনে পরিণত হয়েছে। আয়োজকদের আশা, গতবারের মতো এবারও এটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক বিশাল মিলনমেলায় রূপ নেবে। সম্মেলনে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখবেন— খ্যাতিমান সুমিষ্টভাষী ওয়ায়েজ মাওলানা আব্দুর রহিম আল-মাদানী (হাফিজাহুল্লাহ), ঢাকা তেজগাঁওয়ের ঐতিহাসিক রহিম মেটাল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান মুমতাজী, টঙ্গী-গাজীপুরের বরেণ্য আলেম ও মুদাফা হাকিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাকিব আকন্দ, এবং প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা নুরুল ইসলাম গুলজারী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মাসউদুল করিম, মাওলানা জাকির হোসেন, মুফতি নুরুল ইসলাম, মাওলানা লিয়াজ উদ্দিন ভুইয়া, মাওলানা ইউসুফ শাহেদী, মুফতি আতাউর রহমানসহ আরও অনেক বরেণ্য ওলামায়ে কেরাম। সম্মেলনের সভাপতিত্ব করবেন জামিয়া উসমানিয়া দারুল উলুম সাতাইশ মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি আবু বকর কাসেমী। তিনি একই সঙ্গে ইমাম-উলামা পরিষদ ৫১ নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগরের প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। ইমাম-উলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান নোমানী জানান, এ সম্মেলনের উদ্দেশ্য শুধু বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন নয়; বরং পারস্পরিক ঐক্য, সহানুভূতি ও সৌহার্দ্য বজায় রাখা, দ্বীন-ধর্ম ও দেশবিরোধী ষড়যন্ত্রের ঐক্যবদ্ধ মোকাবিলা এবং আর্তমানবতার সেবায় কাজ করা। তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। আজ শুক্রবার অনুষ্ঠিতব্য এ ঐতিহাসিক মহাসম্মেলনে দলে দলে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আয়োজকরা। |