
|
রাতে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা, ইসলামী আন্দোলনকেও রাখার চেষ্টা
প্রকাশ:
১৫ জানুয়ারী, ২০২৬, ০৪:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
|
১১ দলের টানাপোড়েনের মধ্যেই আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আটটায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দশ দল মিলে জরুরি বৈঠক করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের জানিয়েছেন, এই জোট বা সমঝোতায় শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনও থাকবে বলে তারা আশা করছেন। ইসলামী আন্দোলনসহ আসন সমঝোতার বিষয়টি ঘোষণার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক এ কথা বলেন। এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বুঝে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ করব, এটা আমাদের প্রত্যাশা। খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতভিন্ন হয়েছে, এটা কেটে যাবে। নাহিদ বলেন, শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যেন অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। তিনি বলেন, কোনো দলীয় প্রার্থী হবে না। ৩০০ আসনেই জোটের প্রার্থী হবে। সবাই সবাইকে সহযোগিতা করবে। এমএন/ |