
|
মসজিদে ঢুকে ইমামকে মারধর, এলাকায় ক্ষোভ
প্রকাশ:
১৫ জানুয়ারী, ২০২৬, ১২:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
|
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে মেয়েকে মারধর করেছেন এমন অভিযোগ তুলে মসজিদে ঢুকে মসজিদের ইমামকে চড় থাপ্পড় ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক অভিভাবক। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) মুরাদপুর জামে মসজিদের ভেতরে ঘটনা ঘটে। এব্যাপারে মসজিদের ইমাম মো. আলী আজগর থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের ছোবেদ আলীর ছেলে সেলিম মিয়া মঙ্গলবার সকালে হঠাৎ মসজিদে ঢুকে ইমাম আজগর আলী তার মক্তব পড়ুয়া মেয়েকে একমাস পূর্বে মারধর করেছে এমন অভিযোগ তুলেন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে করতে ইমাম আলী আজগর এর উপর চড়াও হয় সেলিম। সেলিম মিয়া ইমামকে চড় থাপ্পর মারতে মারতে আহত করে। শিশু শিক্ষার্থীদের চিৎকারে প্রতিবেশীরা এসে ইমাম আজগরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহ সংশ্লিষ্টরা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ খান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মসজিদ কমিটির সভাপতি ফিরোজ মিয়া বলেন ইতিপূর্বেও কয়েকজন ইমামের সঙ্গে সেলিম মিয়া দুর্ব্যবহার করেছে। আমরা এর বিচার দাবি করছি। উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সেলিম মিয়ার গ্রেপ্তার দাবি করেছেন। এমএন/ |