
|
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’
প্রকাশ:
১৪ জানুয়ারী, ২০২৬, ১১:২৬ রাত
নিউজ ডেস্ক |
জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না বলে খ্রিষ্টান সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ন্যাশনাল খ্রিষ্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি পার্থ দাস এই দাবি করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে পার্থ দাস বলেন, আজকের এই সুন্দর সুযোগের জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। জামায়াতে ইসলামীর আমির মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যে আশ্বাসগুলো দিয়েছেন, আমি সেগুলো আবার উল্লেখ করতে চাই যা তিনি জাতির উদ্দেশ্যেও বলেছেন। তা হলো— সৃষ্টিকর্তা যদি তাদের দেশ পরিচালনা করার সুযোগ দেন, তবে বাংলাদেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করা হবে না। তিনি আরও বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমরা যারা নিজেদের সংখ্যালঘু মনে করি, তিনি বলেছেন যেন আমরা নিজেদের সেই পরিচয় না দিই। বরং আমরা যারা সংখ্যায় কম, তাদের তিনি নিজ সন্তানের মতো আগলে রাখার অঙ্গীকার করেছেন। তিনি চান এই ভ্রাতৃত্বের সংস্কৃতিই যেন প্রচলিত থাকে। বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বাড়ৈ বলেন, আমরা আজ এখানে এ দেশের নাগরিক হিসেবে এসেছিলাম। আমি খ্রিষ্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও জামায়াত আমিরের কাছে নির্বাচন-পরবর্তী সময়ে ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছি। তিনি আমাদের সময় দিয়েছেন এবং কথা শুনেছেন। পার্থ দাসের বক্তব্যের রেশ ধরে তিনি বলেন, তিনি আমাদের আশ্বস্ত করে বলেছেন— একটি বাগানে যেমন সব রকমের ফুল না থাকলে সৌন্দর্য ফোটে না, ঠিক তেমনি একটি দেশে সব ধর্মের নাগরিক না থাকলে পূর্ণতা আসে না। আমরা সত্যিই কৃতজ্ঞ। আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো এদেশের খ্রিষ্টান নাগরিক হিসেবে আমরা একটি শান্তিপূর্ণ দেশ চাই এবং শান্তিতে বসবাস করতে চাই। পরে গণমাধ্যমকে ব্রিফ করেন মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট। তিনি জামায়াতে ইসলামীর আমিরকে তিনটি প্রশ্ন করেছিলেন। যার উত্তর তিনি সঠিকভাবে পেয়েছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, আগামী দিনের প্রত্যাশা এবং আমরা বিশ্বাস করি যে এই উত্তর ঠিক থাকবে। এটা আমরা আশা করি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ অত্যন্ত বৈচিত্র্যময় ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ, যেখানে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান সম্প্রদায় মিলেমিশে বসবাস করছি। আজ আমাদের কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন এবং তারা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আরএইচ/ |