
|
কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’
প্রকাশ:
১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০৮ বিকাল
নিউজ ডেস্ক |
পৌষের হাড় কাঁপানো শীতে যখন গোটা দেশ কুয়াশার চাদরে ঢেকে যায়, তখন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে একদল তরুণের মানবিক উদ্যোগ যেন আলোর ফুলকি ছড়াচ্ছে। লোকচক্ষুর আড়ালে, গভীর রাতের নীরবতায় শীতার্ত অসহায় মানুষের ঘরে ঘরে উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেডিয়েন্ট সার্কেল’। গত মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ জানুয়ারি) এই সংগঠনের সদস্যরা শীতবস্ত্র, নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে স্থানীয়দের মনে আশার আলো জ্বালিয়েছে। প্রত্যন্ত গ্রামগুলোতে দিনের আলোয় লোকলজ্জায় হাত পাততে না চাওয়া অভাবী পরিবারগুলোর আত্মসম্মান রক্ষা করতে ‘রেডিয়েন্ট সার্কেল’ বেছে নিয়েছে রাতের অন্ধকারকে। ঘুমন্ত মানুষের শরীরে মমতায় চাদর জড়িয়ে দিচ্ছেন তরুণ স্বেচ্ছাসেবীরা। শুধু শীতবস্ত্র নয়, শীতে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের ওষুধ কেনার জন্য নগদ অর্থও প্রদান করা হচ্ছে। এ ছাড়া, কর্মক্ষমতাহীন পরিবারগুলোর জন্য চাল, ডাল, তেল, শাকসবজি এবং অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যা তাদের জীবনযাত্রায় নতুন প্রাণসঞ্চার করেছে। সংগঠনের পরিচালক মুফতি উমর ফারুক আশিকী বলেন, জীবনের রূঢ় বাস্তবতা আমরা দেখেছি এই জীর্ণ কুটিরগুলোতে। কনকনে শীতে বয়সের ভারে ন্যুব্জ মানুষগুলো ঘর থেকে বের হতে পারছেন না, অনেকের ঘরে খাবার নেই। তাদের এই সীমাহীন কষ্ট আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমাদের সামান্য ভালোবাসা যদি কিছু মানুষের মুখে হাসি ফোটায়, তবেই আমাদের এই শ্রম সার্থক। আমরা চাই, আমাদের দেখে সমাজের অন্য সামর্থ্যবানরাও এভাবে এগিয়ে আসুক আমাদের সাথে। ‘রেডিয়েন্ট সার্কেল’ শিক্ষা, সেবা ও দাওয়াহ— এই তিন মূলনীতিকে কেন্দ্র করে পরিচালিত হয়। সংগঠনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মহৎ কাজে অংশ নিয়ে তরুণদের উৎসাহিত করছেন। সদস্যদের একটাই কথা- ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, মানুষের মুখে হাসি ফোটাই।’ আরএইচ/ |