
|
মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’
প্রকাশ:
১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৬ সকাল
নিউজ ডেস্ক |
দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুযোগ্য, অভিজ্ঞ ও মেহনতি উস্তাদদের দ্বারা পরিচালিত পরিচালিত হচ্ছে জামিআ ইসলামিয়া বাইতুল আমান। রাজধানী ঢাকার মোহাম্মদপুর আদাবর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই দীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিভা ও মেধা বিকাশের এক অনন্য ঠিকানায় পরিণত হয়েছে। এখানে কিতাব বিভাগ, ইফতা বিভাগ, হিফজ বিভাগ ও নূরানী বিভাগ রয়েছে। মাদরাসাটির পরিচালক হিসেবে রয়েছেন মুফতি মাহমুদুর রহমান। জামিআর বৈশিষ্ট্যাবলির মধ্যে রয়েছে- দারুল উলূম দেওবন্দের আদর্শে বেফাকের পাঠ্যসূচি অনুসরণে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম। যুগের চাহিদা পূরণে সাপ্তাহিক সেমিনার, বিতর্কানুষ্ঠান, সাহিত্যচর্চা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ব্যবস্থা। দশম শ্রেণি পর্যন্ত ইংরেজি শিক্ষার বাস্তবায়ন, যা বর্তমানে ৭ম শ্রেণি পর্যন্ত চলমান। হুফফাজুল কুরআনের প্রশিক্ষণপ্রাপ্ত হদর ও মশকে অভিজ্ঞ হাফেজগণের তত্ত্বাবধানে মাত্র তিন বছরে পূর্ণ কুরআন হিফজের সুব্যবস্থা। বেফাক বোর্ড ও মোহাম্মদপুরস্থ ইত্তেফাকের পরীক্ষায় অংশগ্রহণ করে সাড়াজাগানো মেধাস্থান অর্জন। হাইআ, বেফাক ও ইত্তেফাকের পরীক্ষায় মেধাস্থান অর্জনকারীদের মানসম্পন্ন পুরস্কার প্রদান। ইফতা বিভাগের বৈশিষ্ট্যাবলির মধ্যে রয়েছে- মৌলিকভাবে দারুল উলূম করাচির নেসাব অনুসরণ করে বিজ্ঞ মুফতিগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ফতোয়া-তামরিন। অর্থনীতি, ব্যাংক, বিমা, শেয়ার বাজার, কোম্পানি ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানসহ সমকালীন বিভিন্ন মাসায়েল পাঠদান ও অনুশীলনের মাধ্যমে ফতোয়া প্রদানে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা। এখানে অধ্যয়নরত দাওরা ও মেশকাতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্য ওমরাহ পালনের সুযোগ রয়েছে। ভর্তির সময়কাল: এই জামি'আয় ১ রমজান থেকে ৭ রমজান পর্যন্ত নূরানী ও হিফজ বিভাগে এবং ৮ শাওয়াল থেকে সকল বিভাগে ভর্তি চলবে ইনশাআল্লাহ। যাতায়াত: দেশের যেকোনো স্থান থেকে ঢাকার গাবতলী/শ্যামলী/সুইচগেট /মোহাম্মদপুর থেকে আদাবর ১৬নং রোড পানির পাম্প সংলগ্ন জামি'আ ইসলামিয়া বাইতুল আমান। ভর্তিসংক্রান্ত যোগাযোগ: ০১৮২৮-০১৮৫৭২, ০১৮৬৪-৪০৩০৪৩। এনএইচ/ |