শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার
প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ড. আসিফ নজরুল বলেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াহভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এই মাসের মধ্যেই এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।’

এই উদ্যোগের পেছনে বিশিষ্ট ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকা ও অনুপ্রেরণার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।’

শায়খ আহমাদুল্লাহর আহ্বান ও প্রেক্ষাপট

এর আগে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ চালুর আহ্বান জানিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি সরকারের প্রতি এই ‘যৌক্তিক ও ন্যায্য’ দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘এদেশে মধ্যপ্রাচ্যগামী প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। তাদের অধিকাংশই ধার্মিক। ইসলামের নিষেধাজ্ঞা থাকার কারণে তারা সুদে ঋণ নিতে পারেন না। ফলে অনেকের বিদেশে যাওয়াই সম্ভব হয় না।’

এছাড়া বিদেশফেরত প্রবাসীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সুদের বাধার কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘প্রবাসীরা বিদেশ থেকে নানা ধরনের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরেন। তারা নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করতে চান। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের প্রয়োজন হলেও সুদের কারণে অনেকেই ঋণ নিতে পারেন না।’

কার্যক্রম শুরুর প্রস্তুতি

প্রবাসী কল্যাণ ব্যাংক সূত্র জানায়, ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় ইতোমধ্যে শরিয়াহভিত্তিক ঋণ প্রকল্পের নীতিমালা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। চলতি মাসের শেষ নাগাদ এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে

এদিকে ড. আসিফ নজরুলের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই উদ্যোগের জন্য সরকার এবং শায়খ আহমাদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এর ফলে প্রবাসীরা ধর্মীয় অনুশাসন মেনে সহজ শর্তে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার বাস্তব সুযোগ পাবেন।

আরএইচ/