
|
নীতিমালা লঙ্ঘন: ১১ মাদরাসাপ্রধানের বেতন স্থগিত
প্রকাশ:
১৩ জানুয়ারী, ২০২৬, ১১:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
এমপিও নীতিমালা লঙ্ঘন করে সহকারী শিক্ষক পদে জালিয়াতির মাধ্যমে নিয়োগ ও এমপিওভুক্ত করার অভিযোগে গাইবান্ধার ১১টি মাদরাসাপ্রধানের এক মাসের বেতন স্থগিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের এমপিও বিলের তালিকা থেকেও নাম বাদ দেওয়া হয়েছে। বেতন স্থগিত হওয়া প্রতিষ্ঠানপ্রধানরা হলেন–গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর শহরভানিয়া দাখিল মাদ্রাসার সুপার আনিছুর রহমান, খারিতা দাখিল মাদ্রাসার মেহেদুল ইসলাম, নাছিরাবাদ আদর্শ দাখিল মাদ্রাসার আব্দুল বারী মিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব দাখিল মাদ্রাসার আবুল কালাম আজাদ, সুন্দরকোল হযরত ফাতেমা (রা.) বালিকা দাখিল মাদ্রাসার গোলাম মোস্তফা, বালুয়া তমিজ উদ্দিন দাখিল মাদ্রাসার আব্দুল করিম মণ্ডল, তালুককানুপুর মোকাব্বারিয়া দাখিল মাদ্রাসার আব্দুল মোমিন সরকার, গোবিন্দপুর মোকাব্বরিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রউফ খান, চাঁপড়ীগঞ্জ সৈয়দ মিয়াজান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খালেদুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াধ বি ঘাট আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুস সামাদ ও পলাশবাড়ী উপজেলার ময়মন্তপুর আরএইচ দাখিল মাদ্রাসার সুপার মো. রেজাউল করিম। অন্যদিকে এমপিও থেকে নাম কেটে দেওয়া শিক্ষকরা হলেন–গোবিন্দগঞ্জের হরিপুর শহরভানিয়া দাখিল মাদ্রাসার কে এম মুঞ্জুরুল আলম, খারিতা দাখিল মাদ্রাসার লুৎফর রহমান, নাছিরাবাদ আদর্শ দাখিল মাদ্রাসার শাহনাজ খাতুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব দাখিল মাদ্রাসার আলামিন শেখ, সুন্দরকোল হযরত ফাতেমা (রা.) বালিকা দাখিল মাদরাসার সাইফুল ইসলাম, বালুয়া তমিজ উদ্দিন দাখিল মাদ্রাসার তোফায়েল আহমেদ, তালুককানুপুর মোকাব্বারিয়া দাখিল মাদ্রাসার শাহজাহান সিরাজ, গোবিন্দপুর মোকাব্বরিয়া দাখিল মাদদ্রাসার সাফি মিয়া, চাঁপড়ীগঞ্জ সৈয়দ মিয়াজান ফাজিল মাদ্রাসার সানজিদা আক্তার, সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াধ বি ঘাট আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার মারুফা আক্তার ও পলাশবাড়ী উপজেলার ময়মন্তপুর আরএইচ দাখিল মাদ্রাসার সাবিকুল ইসলাম। অভিযোগ থেকে জানা যায়, উল্লিখিত মাদরাসার প্রধানরা নিয়মবহির্ভূত পুরোনো তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বা কমিটির স্বাক্ষর জাল করে সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক ও তথ্যবিজ্ঞান) পদে নিয়োগ দেন। তাদের বেতনভাতা প্রস্তুত হলে অন্যান্য শিক্ষক এবং স্থানীয়রা আপত্তি করেন। ফলে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের গত নভেম্বর মাসের এমপিওশিটে বেতন স্থগিত ও ডিসেম্বরের এমপিওশিট থেকে তাদের নাম কেটে দেওয়া হয়। একইভাবে প্রতিষ্ঠানপ্রধানদের বেতনভাতা স্থগিত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানপ্রধানদের দাবি, নোটিশ ছাড়াই মাদরাসা শিক্ষা অধিদপ্তর বেতন স্থগিত করেছে। কেন করেছে জানানো হয়নি। এনএইচ/ |