রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুদমুক্ত ঋণ চালুর আহ্বান শায়খ আহমাদুল্লাহর
প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৩:০৪ দুপুর
নিউজ ডেস্ক

দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ চালুর আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। প্রবাসীদের তোলা দাবির সাথে একাত্মতা পোষণ করে তিনি সরকারের প্রতি এই ‘যৌক্তিক ও ন্যায্য’ দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহ তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘প্রবাসীরা সুদমুক্ত ঋণের দাবি তুলেছেন। আমরা তাদের এই যৌক্তিক দাবির সাথে ঐকমত্য পোষণ করে সরকারের প্রতি রেমিট্যান্স যোদ্ধাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের ধর্মীয় অনুভূতির বিষয়টি তুলে ধরে তিনি লেখেন, ‘এদেশে মধ্যপ্রাচ্যগামী প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। তাদের অধিকাংশই ধার্মিক। ইসলামের নিষেধাজ্ঞা থাকার কারণে তারা সুদে ঋণ নিতে পারেন না। ফলে, তাদের অনেকের বিদেশে যাওয়া হয় না।’

এছাড়াও বিদেশফেরত প্রবাসীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে সুদের বাধার কথা উল্লেখ করেন এই ইসলামি স্কলার। তিনি বলেন, ‘প্রবাসীগণ প্রবাস থেকে নানা ধরনের দক্ষতা নিয়ে ফিরে আসেন। বৈদেশিক অভিজ্ঞতার আলোকে তারা দেশে নতুন ধরনের উদ্যোগ বা ব্যবসা শুরু করতে চান। সেক্ষেত্রে অনেকের প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের প্রয়োজন হয়। কিন্তু সুদের কারণে তারা ঋণ নিতে পারেন না।’

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে শায়খ আহমাদুল্লাহ মত প্রকাশ করেন যে, প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা গেলে দেশের আর্থসামাজিক উন্নয়নে তারা আরও দারুণ ভূমিকা রাখতে পারবেন।

আরএইচ/