
|
যেকোনো বয়সে মিলবে দাখিল পরীক্ষায় বসার সুযোগ!
প্রকাশ:
০৬ জানুয়ারী, ২০২৬, ০৮:১১ সকাল
নিউজ ডেস্ক |
এখন থেকে যেকোনো বয়সের শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত অনেকেই আলিয়া মাদরাসা শিক্ষাধারায় প্রাইভেটভাবে পরীক্ষায় অংশ নিতে পারবেন। ধর্মীয় শিক্ষাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এখন থেকে যেকোনো বয়সের শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত অনেকেই আলিয়া মাদরাসা শিক্ষাধারায় প্রাইভেটভাবে পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসার শিক্ষা বিভাগের উদ্যোগে মন্ত্রণালয়ের সেমিনার কক্ষে সচিবের সভাপতিত্বে আজ এক সভা অনুষ্ঠিত হয়। মাদরাসায় প্রাইভেট পরীক্ষার সুযোগ দানের সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামী শিক্ষা লাভের সুযোগকে অবারিত করে দিতে হবে এবং এবার তা হবে ইনশাআল্লাহ। মাদরাসাসায় প্রাইভেট শিক্ষার্থীরা (যেকোনো বয়সের) দাখিল পরীক্ষা দিতে পারবে।’ এই সিদ্ধান্তকে ধর্মীয় শিক্ষার প্রসারে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ ইসলামি শিক্ষায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। এনএইচ/ |