
|
আফগানিস্তানের জাতীয় সেনাবাহিনী শক্তিশালী ও স্বনির্ভর: সেনাপ্রধান
প্রকাশ:
০৫ জানুয়ারী, ২০২৬, ১০:২১ দুপুর
নিউজ ডেস্ক |
আফগানিস্তানের জাতীয় সেনাবাহিনী (ইসলামিক ন্যাশনাল আর্মি) আগের চেয়ে আরও শক্তিশালী ও স্বনির্ভর হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ক্বারী মোহাম্মদ ফাসিহউদ্দিন ফিতরাত। তিনি বলেছেন, গত চার বছরে সেনাবাহিনী তার স্থিতিস্থাপকতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করেছে। সম্প্রতি গণমাধ্যম প্রতিনিধি, রাজনৈতিক বিশ্লেষক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সেনাপ্রধান ফিতরাত এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের সেনাবাহিনী এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছে,” এবং দেশ ও জাতিকে রক্ষা করতে বাহিনীর অটল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। ফিতরাত নিরাপত্তা প্রচার ও প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, একটি স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যম, বিশ্লেষক ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত সহযোগিতা অপরিহার্য। সেনাপ্রধান আরও আশ্বাস দিয়ে বলেন, ইসলামিক ন্যাশনাল আর্মি তার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণের প্রক্রিয়া অব্যাহত রাখবে। “আমাদের সেনাবাহিনী ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত থাকবে,”—বলেন তিনি। বৈঠকে উপস্থিত গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তারা জানান, ইসলামিক ও জাতীয় মূল্যবোধ রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনএইচ/ |