
|
আ.লীগ এসে যদি ভুল স্বীকার করে বা সরি বলে, তার কোনো মূল্য নেই: প্রেস সচিব
প্রকাশ:
০২ জানুয়ারী, ২০২৬, ০৬:১০ বিকাল
নিউজ ডেস্ক |
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়টি এখন কোনো গুরুত্ব রাখে না। তিনি বলেন, আওয়ামী লীগ যদি এখন ভুল স্বীকার করে বা ক্ষমা চায়, তাতেও কোনো মূল্য নেই। কারণ সময় শেষ হয়ে গেছে এবং দলের মনোনয়ন নেওয়ার সুযোগও আর নেই। শুক্রবার (২ জানুয়ারি) মাগুরার নিজনান্দুয়ালী এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়। তবে দীর্ঘ ১৭ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ তাদের দ্বারা সংঘটিত হত্যা ও গুমের ঘটনায় কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এমনকি শান্তিপূর্ণ থাকার কথাও তারা বলেনি। শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এখন নেই। বিদেশে বসে দলটির কিছু নেতাকর্মী মিথ্যা তথ্য ছড়িয়ে প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করছে, আন্দোলনের সময় তিন হাজার পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং লাখ লাখ ছাত্র-ছাত্রীকে জঙ্গি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এতে তারা তাদের অপরাধকে বৈধ দেখানোর চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ তাদের আর গ্রহণ করবে না। প্রেস সচিব আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলেও নির্বাচন গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠবে না। দেশের মানুষ এখন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক দল যদি অস্ত্রের ব্যবহার করে, শিক্ষার্থীদের ওপর সহিংসতা চালায় এবং গুম, খুন বা গণহত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ে, তবে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রই তাকে গণতান্ত্রিক দল হিসেবে স্বীকৃতি দেয় না। প্রকৃতপক্ষে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেই নিজেদেরকে নির্বাচনে অযোগ্য প্রমাণ করেছে। আরএইচ/ |