গাজা শান্তি পরিকল্পনা দ্রুত এগিয়ে নিতে কাজ করছে তুরস্ক: ফিদান
প্রকাশ: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০১:১৫ দুপুর
নিউজ ডেস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিতে তার দেশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল শনিবার দোহা ফোরাম ২০২৫-এর ফাঁকে বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আঙ্কারা গাজার জন্য ‘সুনির্দিষ্ট ও বাস্তব পদক্ষেপ’ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি পরিকল্পনা বাস্তবায়নের কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে। কিন্তু ইসরাইলের উদ্দেশ্য এখনও আগেই মতোই নেতিবাচক রয়ে গেছে। এই প্রক্রিয়াটি সাবধানতার সঙ্গে পরিচালনা করতে হবে।’

ফিদান বলেন, শান্তি চুক্তিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সমন্বয় নিশ্চিত করতে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমরা গাজার শান্তি পরিকল্পনা যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করতে এবং এই মানবিক ট্র্যাজেডির অবসান ঘটানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।’

গাজার শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে সকল ইসরাইলি বন্দির মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি, ইসরাইলি বাহিনীর ধীরে ধীরে প্রত্যাহার, একটি নতুন শাসন ব্যবস্থা এবং দুই বছরের যুদ্ধে ইসরাইল যে উপত্যকার ধ্বংস করেছে তার পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল তা বারবার লঙ্ঘন করছে।

এলএইস/