
|
গুমের মামলা : ট্রাইব্যুনালে হাজির তিন সেনা কর্মকর্তা
প্রকাশ:
০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
বিগত সরকারের দীর্ঘ শাসনামলে 'আয়নাঘরে গুম-নির্যাতন'-এর অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন কর্মরত সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে পুলিশ তাদের ট্রাইব্যুনাল-১ এ নিয়ে আসে। তবে তাদের বহনকারী 'বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান'-এর ছাদ ফ্লাইওভারে ওঠার সময় ভেঙে পড়ার একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে। হাজির করা তিন কর্মকর্তা হলেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান মোট ১৩ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এই মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাবেক ডিজিএফআই প্রধান ও অন্যান্য সামরিক কর্মকর্তা। এর আগে গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা তিন কর্মকর্তাকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ৮ অক্টোবর প্রসিকিউশন মোট ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদালত সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযোগ গঠনের শুনানির জন্য গত ২৩ নভেম্বর আজকের তারিখ নির্ধারণ করা হয়েছিল। আরএইচ/ |