
|
মালয়েশিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেলেন ইফতেখার জামিল
প্রকাশ:
০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ দুপুর
নিউজ ডেস্ক |
মালয়েশিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইফতেখার জামিল ফুয়াদ। রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) ৪১তম সমাবর্তনে ‘ওভারঅল বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তিনি। শনিবার (৬ ডিসেম্বর) ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার ৪১তম সমাবর্তন শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রায় সাড়ে চার হাজার স্নাতক শিক্ষার্থী এবারের সমাবর্তনে অংশ নিচ্ছেন। বিশালসংখ্যক এই শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয় ও ফ্যাকাল্টি উভয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা লাভ করেছেন তরুণ লেখক ও চিন্তক ইফতেখার জামিল ফুয়াদ। ফিক্হ ও উসুল আল-ফিক্হ (ইসলামী জ্ঞান ও ঐতিহ্য) বিষয়ে স্নাতক হিসেবে ফুয়াদের এই অসামান্য সাফল্যকে তার গভীর অধ্যয়ন, সুশৃঙ্খলতা ও জ্ঞানচর্চায় প্রতিশ্রুতির প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে। বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইফতেখার জামিল ফুয়াদের এই কৃতিত্বে ফিক্হ ও উসুল আল-ফিক্হ বিভাগ অত্যন্ত গর্বিত। বিভাগ তার জ্ঞান, চরিত্র ও উম্মাহর সেবায় নিরন্তর সাফল্যের জন্য দোয়া প্রার্থনা এবং ভবিষ্যতে তার সকল প্রচেষ্টায় আরও সফলতা কামনা করছে। এক প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে ইফতেখার জামিল লিখেন- বিশ্ববিদ্যালয় ও ফ্যাকাল্টি পর্যায়ে অভারঅল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড পেলাম, আলহামদুলিল্লাহ। আমার একাডেমিক জীবনের অন্যতম সেরা অর্জন। একচল্লিশতম সমাবর্তনে অংশ নিচ্ছেন প্রায় সাড়ে চার হাজার গ্রাজুয়েট, তাদের মধ্যে অভারঅল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড অর্জন করাটা অবশ্যই সম্মানের বিষয়। আমি আমার পরিবার, শিক্ষক, মেন্টরস ও বন্ধুবান্ধবদের প্রতি কৃতজ্ঞ। আরএইচ/ |