‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’
প্রকাশ: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
নিউজ ডেস্ক

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল বাকীর সমর্থনে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও জামতলা মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি  মাওলানা আব্দুর রব ইউসুফী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মোহাম্মাদুল্লাহ জামি, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোণা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আহসানুল্লাহ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা পরিচালনা করেন মাওলানা মাইনুদ্দীন, মাওলানা আতিকুর রহমান ও শামিম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাদিউল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে। এজন্য জমিয়ত মনোনীত প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠাতে জনগণের প্রতি আহ্বান জানান দলটির নেতারা।

এলএইস/