
|
চট্টগ্রামে বস্তিতে আগুন
প্রকাশ:
০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল
নিউজ ডেস্ক |
চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে অক্সিজেন এলাকার চক্রশো কানন আবাসিক এলাকার পেছনের একটি বস্তিতে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে অক্সিজেন এলাকার ওই বস্তিতে আগুনের খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তা বিস্তারিত তদন্তের পর বলা যাবে। এলএইস/ |