রামপুরা আল জান্নায় হাফেজা হওয়ার সুযোগ
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর
নিউজ ডেস্ক

আলিফ বা থেকে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী হাজিপাড়া বউবাজার গলির আল জান্নাহ মহিলা মাদরাসা থেকে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে বলে জানিয়েছেন মাদরাসাটির মুহতামিম হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী আল জান্নাহ মহিলা মাদরাসায় প্লে-নার্সারি থেকে নাহবেমীর পর্যন্ত ইতোমধ্যেই চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানােনো হয়।মাদরাসাটি পরিদর্শন করেছেন দেশের বরেণ্য আলেম মালিবাগ জামিয়া শারইয়্যার শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আবদুল্লাহ ও জামেয়া কাসেম নানুতাবির শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আবদুল্লাহ হাফেজা শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে বলেন, মেয়েদেরকেও ইসলাহী প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। দ্বীনী কথা শুনতে হবে। তারবিয়াহ নিতে হবে।

যে পরিবারে মা দ্বীনদার, আলেম হাফেজা হয় সে পরিবারে নূর চমকায় বলেও তিনি মন্তব্য করেন।

শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেছেন, আল জান্নাহ মহিলা মাদরাসা দ্বীনের একটি খুঁটি হয়ে অবিচল থাকুক। পরিশুদ্ধ কুরআন চর্চার এ প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন।

স্বল্প খরচে পড়ার সুযোগের কথা উল্লেখ করে হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, রাজধানীতে এখন সন্তানকে পড়াশোনা করাতেও প্রচুর অর্থের প্রয়োজন। আমরা নামমাত্র বেতনে কুরআন পড়ার সুযোগ করে দিয়েছি। সব শ্রেণি পেশার মানুষের সন্তানরা যাতে দ্বীনী শিক্ষা লাভ করতে পারে।

এলএইস/