
|
ইমারতে ইসলামিয়ার সফল অভিযান: শতভাগ মাদকমুক্ত আফগানিস্তান
প্রকাশ:
১০ নভেম্বর, ২০২৫, ০৯:২১ সকাল
নিউজ ডেস্ক |
ইমারতে ইসলামিয়ার শাসনামলে আফগানিস্তানে মাদক চাষ, পাচার ও বিক্রয় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ইমারতে ইসলামিয়ার শাসন প্রতিষ্ঠার আগে আফগানিস্তান ছিল বিশ্বে মাদক উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। দেশজুড়ে প্রায় তিন লাখ একর জমিতে আফিম চাষ করা হতো। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত ব্যাপক মাদকবিরোধী অভিযানের ফলে এখন সেই চাষ ও বাণিজ্য কার্যত শূন্যে নেমে এসেছে। জাতিসংঘের ড্রাগ ও ক্রাইম অফিসের (UNODC) সাম্প্রতিক প্রতিবেদনে ২০২৪ সালের তুলনায় এ বছর আফিম চাষে ৯ শতাংশ বৃদ্ধি ঘটেছে বলে দাবি করা হয়। তবে মুফতি আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ সেই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশজুড়ে মাদক উৎপাদন গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মুফতি কানি হাফিযাহুল্লাহ বলেন, ইমারতে ইসলামিয়ার কঠোর তত্ত্বাবধানে আফগানিস্তান দ্রুতই মাদকমুক্ত রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এনএইচ/ |