মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৫, ১২:৪০ দুপুর
নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। 

সে লক্ষ্যে আজ (৬ নভেম্বর ) পল্টনে সমাবেশ শেষে এখন মিছিল নিয়ে যমুনার পথে এই ৮ দলের নেতাকর্মীরা। দুপুর ১২টার পর মিছিল নিয়ে যমুনার দিকে যাত্রা শুরু করেন তারা। 

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারক লিপি দিতে যাচ্ছে এই ৮ দল। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি,
  • নভেম্বরে গণভোট,
  • অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ,
  • নির্বাচনে সকল দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা 
  • রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

যে ৮ দল স্মারকলিপি দিতে যাচ্ছে তারা হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। 

এমএম/