মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:৩৫ সকাল
নিউজ ডেস্ক

||ওলিউল্লাহ্ মুহাম্মাদ||

আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাসনা মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক দ্বীনী মাহফিল—যা বহু বছর ধরে সাধারণ মুসলিম সমাজে আত্মশুদ্ধি, তাসকিয়া ও ইলমের আলো ছড়িয়ে আসছে।

পীরে কামেল মুফতি ইয়াহইয়া সাহেব (দাঃবাঃ)-এর তত্ত্বাবধানে প্রতি মাসে নিয়মিত ইসলাহী মজলিসের ধারাবাহিকতায় বছর শেষে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এটি শুধু একটি সমাবেশ নয়—বরং এক আধ্যাত্মিক নবজাগরণের মিলনমেলা, যেখানে হৃদয় পরিশুদ্ধ হয়, আত্মা প্রশান্ত হয়, এবং মানুষ খুঁজে পায় তার রবের সান্নিধ্য।

বাংলাদেশের নানা জেলা থেকে নানান পেশার মুসলমানরা এই মাহফিলে অংশগ্রহণ করতে ছুটে আসেন। কেউ তাবু গাড়েন, কেউ প্যান্ডেলে অবস্থান নেন—তিন দিনের জন্য তারা দুনিয়াবি ব্যস্ততা ভুলে যান, নিমগ্ন হন এক ভিন্ন জগতে, যেখানে শুধু আল্লাহর স্মরণ, দোয়া, দুরুদ ও জিকিরের ধ্বনি প্রতিধ্বনিত হয় চারদিকজুড়ে।

তিন দিনব্যাপী এই মাহফিলে আলোচনা হয় জীবনের ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে—পবিত্রতা, নামাজ, রোজা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দাওয়াতের আহ্বান।

অসংখ্য মানুষ এখান থেকে খুঁজে পান আত্মার খোরাক; কারো হৃদয় গলে যায় অশ্রুতে, কেউ ফিরে পান নতুন জীবনের প্রেরণা। অনেক যুবক অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে চলার দৃঢ় অঙ্গীকার করে ফিরে যায় নব উদ্যমে।

লৌকিকতা ও প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাওয়া মাহফিল সংস্কৃতির বিপরীতে মাসনা মাদরাসার মাহফিল এক অনন্য উদাহরণ

এটি এখলাস, ভালোবাসা ও নববী আদর্শে প্রোথিত এক খাঁটি দ্বীনি আয়োজন।

চমকপ্রদ আয়োজন নয়, বরং অনাড়ম্বর পরিবেশেই এখানে ফুটে ওঠে ইসলামের সৌন্দর্য, নববী গাম্ভীর্যের ছোঁয়া এবং রূহানী প্রশান্তির দীপ্তি।

প্রতিটি বছরের মতো এবারও মাহফিলকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে এক অনন্য আবেগ ও উচ্ছ্বাসের পরিবেশ। হৃদয়ের টান, অন্তরের আকুলতা আর রবের হেদায়েত পাওয়ার প্রত্যাশায় মানুষ ছুটে আসে এই মাহফিল প্রাঙ্গণে—যেন এক পরম মায়া ও মমতার আলোকভূমি।

আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে পরিপূর্ণ সফলতা দান করেন,

তাঁর রহমত ও বরকতের ছায়ায় যেন প্রতিটি প্রাণ আলোকিত হয়—

এবং মাসনা মাদরাসার এই মাহফিল চিরকাল থাকুক আত্মিক জাগরণ ও ইমানি প্রেরণার এক অবিনশ্বর দৃষ্টান্ত হিসেবে।

এনএইচ/