
|
টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬
প্রকাশ:
০৫ নভেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর
নিউজ ডেস্ক |
ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। এর বেশিরভাগ মানুষই মারা গেছেন পানিতে ডুবে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে লাখ লাখ মানুষ। এখনও নিখোঁজ রয়েছে আরো ২৬ জন। খবর বিবিসির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ। সেখানকার সবগুলো প্লাবিত হয়েছে। মারা গেছে ৪৯ জন। অনেকে আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। সেবুতে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ছোট ছোট ভবন ভেসে গেছে। উদ্ধারকারী দল নৌকায় করে তাদের ঘরের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করে। মিন্দানাও দ্বীপে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু নিহত হয়েছেন। তাদেরকে ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছিল। মঙ্গলবার ভোরে ভূমিধসের পর থেকে টাইফুন দুর্বল হয়ে পড়েছে। তবে ঘণ্টায় ৮০ মাইল বেড়ে বাতাস বইছে। বুধবারের মধ্যে এটি ভিসায়াস দ্বীপপুঞ্জ অঞ্চল পেরিয়ে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। রাস্তায় অসংখ্য গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় ত্রাণ পৌঁছাতে সময় লাগছে। এলএইস/ |