
|
উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ:
০৪ নভেম্বর, ২০২৫, ০৫:৫৫ বিকাল
নিউজ ডেস্ক |
রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাবিবুর রহমান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রডমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৮-ডি নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুরকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী জিহাদুল ইসলাম জানান, হাবিবুর নির্মাণাধীন ৪তলা ভবনটির ছাদে কলাম বাঁধাইয়ের কাজ করছিলেন। অসাবধানতাবশত কাজ করার সময় তিনি সেখান থেকে নিচে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। নিহত হাবিবুর রহমানের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামে। তার বাবার নাম আসিম উদ্দিন। হাবিবুর বর্তমানে উত্তরার ওই নির্মাণাধীন ভবনটিতেই থাকতেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাবিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এলএইস/ |