
|
ইসরায়েলপ্রীতি ছাড়লেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সম্ভব: খামেনি
প্রকাশ:
০৪ নভেম্বর, ২০২৫, ০৯:২৩ সকাল
নিউজ ডেস্ক |
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে নতুন এক শর্তের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি ওয়াশিংটন সত্যিই ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে প্রথমেই তাদের ইসরায়েলপ্রীতি এবং মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের নীতি থেকে সরে আসতে হবে। সোমবার (৩ নভেম্বর) তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে খামেনি যুক্তরাষ্ট্রের প্রতি এই বার্তা দেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং তারা কখনোই আত্মসমর্পণ ছাড়া কিছু মেনে নেয় না। তবু, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না—তবে কিছু শর্ত মানতে হবে তাদের।” এই বক্তব্যের মাধ্যমে ইরান আবারও স্পষ্ট করল যে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে সবচেয়ে বড় বাধা হলো ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন। তেহরানে বক্তৃতাকালে খামেনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র জায়নপন্থিদের (ইসরায়েলের) প্রতি তাদের সমর্থন বন্ধ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নেয়, এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে—তাহলে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ব্যাপারটি গুরুত্বসহকারে বিবেচনা করব।” তাঁর বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ইরানের সেই দীর্ঘদিনের অভিযোগ—ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণ করতে চায়, যা আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়াচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের ইতিহাস দীর্ঘ। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির শাহ শাসন পতন এবং আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামপন্থি সরকার প্রতিষ্ঠিত হলে ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই থেকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ থাকলেও রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে পরোক্ষ বিরোধ চলেছে টানা চার দশক ধরে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি দুই দেশের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র বহুবার অভিযোগ করেছে যে, ইরানের এই কর্মসূচির আড়ালে রয়েছে সামরিক উদ্দেশ্য—যা তেহরান দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। ২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি (JCPOA) কিছুটা সম্পর্কের বরফ গলালেও, ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি থেকে সরে আসা সম্পর্ককে আবারও তলানিতে ঠেলে দেয়। এদিকে, ইরানের কর্মকর্তারা বহুবার জানিয়েছেন যে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দেশের জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে। তবে ওয়াশিংটন ও তেলআবিব বরাবরই মনে করে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হচ্ছে—যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি। তথ্যসূত্র : এএফপি এনএইচ/ |