
|
ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
প্রকাশ:
০৩ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের আরও ছয় নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা দলের নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, “রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।” ডিবি সূত্রে জানা গেছে, রোববার (২ নভেম্বর) রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হঠাৎ করে সংগঠিত হয়ে রাজনৈতিক নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করছিলেন, যা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাংশের হঠাৎ মিছিল, পোস্টার ও প্রচারণা কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, এসব কার্যক্রম “অন্তর্বর্তী সরকারের আদেশ অমান্য করে পরিচালিত হয়েছে।” গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট ও অনুমতিবিহীন জমায়েতের অভিযোগে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজধানীতে যেকোনো ধরনের উস্কানিমূলক রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তারা জানিয়েছে, “যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।” এনএইচ/ |