
| 	
        
			
							
			
			  গাজা ইস্যুতে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করছে তুরস্ক  
			
			
	
			
										প্রকাশ:
										০২ নভেম্বর, ২০২৫,  ০৯:৩৭ সকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে তুরস্ক। আগামী সোমবার ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাকান ফিদান বলেন, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বৈঠকে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের মন্ত্রীরা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস চাহকনার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন, তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে ফিদান বলেন, তুরস্ক সম্প্রতি গাজায় ৮১ সদস্যের একটি দুর্যোগ-সাড়াদানকারী দল পাঠিয়েছে, যারা উদ্ধার তৎপরতায় সহায়তা করবে। তবে তারা এখনও ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের জন্য ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। ফিদান আরও জানান, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং তুর্কি সেনাবাহিনী যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার সম্ভাবনাও বিবেচনা করছে। এনএইচ/  |