
| 	
        
			
							
			
			  'ইসলাম প্রতিষ্ঠা হলে নারীদের পর্দার নামে ঘরে আবদ্ধ করে রাখা হবে না  
			
			
	
			
										প্রকাশ:
										০১ নভেম্বর, ২০২৫,  ০৯:০৯ সকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম বলেছেন, “ইসলাম প্রতিষ্ঠা হলে নারীরা নিরাপত্তার সঙ্গে অবাধে চলাফেরা করতে পারবে ইনশাআল্লাহ। ইসলাম নারীর মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করেছে। তিনি বলেন, “ইসলাম ক্ষমতায়ন হলে নারীদের পর্দার নামে ঘরে আবদ্ধ করে রাখা হবে এটা পাশ্চাত্যের শেখানো ভুল ধারণা। ইসলামই নারীদের প্রকৃত সম্মান দিয়েছে, কিন্তু পশ্চিমা সংস্কৃতি নারীদের স্বাধীনতার নামে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করেছে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরার ভুতের আড্ডা রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজের ভূমিকা’ শীর্ষক মহিলা তালীম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা এ.বি.এম. জাকারিয়া। তিনি বলেন, “বর্তমান তথাকথিত শাসনব্যবস্থা নারীদের পূর্ণ মর্যাদা দিতে ব্যর্থ। ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে, তা কোনো মতবাদ দিতে পারেনি। এই সমাজে টাকার বিনিময়ে ধর্ষক মুক্তি পায়—এমন ব্যবস্থায় নারীর নিরাপত্তা সম্ভব নয়। ইসলাম প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী শাস্তি থেকে রেহাই পাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, আলহাজ্ব মো. আবু জাফর আলম, মুহাম্মদ আলাউদ্দিন সাবেরী, মাওলানা আব্দুল জব্বার ও মুফতি নুরে আলম সিদ্দিকী প্রমুখ। এনএইচ/  |