
|  ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ   
										প্রকাশ:
										৩০ অক্টোবর, ২০২৫,  ০৮:৪৪ রাত
					 নিউজ ডেস্ক | 
|   
 ফরিদপুরের ভাঙ্গায় একটি পুকুর থেকে জহির শেখ (৩০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মৃত জহির শেখ শরীয়তপুর জেলার রুস্তম শেখের ছেলে এবং সে পাশ্ববর্তী ভাঙ্গা পৌরসদরের নুরপুর গ্রামে শ্বশুরবাড়ি কুটি মিয়ার বাড়িতে বসবাস করতো। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশটি ভাঙ্গা পাইলট স্কুলের পিছনে কালীবাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি পুকুরে ফেলে দিয়েছে। মরদেহের কোমরে একটি দেশীয় ছোরা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বিকেলে পুকুরের পাশে ভাসমান মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবালসহ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, “পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।” এলএইস/ |