
|  পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ  
										প্রকাশ:
										২৭ অক্টোবর, ২০২৫,  ০৮:২৭ রাত
					 নিউজ ডেস্ক | 
|   
 সোমবার ২৭ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে শহরের পশ্চিম বাজার জামে মসজিদ চত্তর থেকে নেতাকর্মীর অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে ও জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সহ সাধারণ মাওলানা রহমত আলী, যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওঃ হিফজুর রহমান হেলাল, এছাড়াও আরো উপস্থিত জেলা সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল আলী, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, জেলা বায়তুলমাল সম্পাদক আতাউর রহমান, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, পৌর শাখার সহ সাধারণ সম্পাদক হাকিম মোঃ নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, খেলাফত যুব মজলিস এর জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, খেলাফত ছাত্র মজলিস এর জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম শাফী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ হাদী আলম, সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দ বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন ও ৫ দফা দাবির পক্ষে জোরালো বক্তব্য প্রদান করেন। এলএইস/ |