
| 	
        
			
							
			
			  নাটোরে ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিক্ষোভ  
			
			
	
			
										প্রকাশ:
										২৭ অক্টোবর, ২০২৫,  ০৮:১০ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গনভোট আয়োজন সহনাটোরে ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়েত  ইসলামী   বিক্ষোভ  মিছিল  ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার ২৭ অক্টোবর বিকেলে  নাটোর শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাংলাদেশ জামায়েত ইসলামী নাটোর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ  মিছিল  বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 
এসময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়েত  ইসলামী নাটোর জেলা শাখার আমীর ড. নুরুল ইসলাম,নাটোর জেলা শাখার নায়েবী আমীর অধ্যাপক ইউনুস আলী,জেলা জামায়েতের সেক্রেটারি সাদিকুর রহামান, সহ সেক্রেটারি  রাসেল আহম্মেদ সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। 
এসময় বক্তারা বলেন জামায়েত ইসলামীর এই ৫ দফা আজ জাতীয় দাবীতে পরিণত হয়েছে। এই ৫ দফা দাবী অন্তবর্তী কালীন সরকার কে মানতে হবে। দাবী না মানলে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে 
এলএইস/  
			  |