
| 	
        
			
							
			
			  চট্টগ্রাম-২ আসনে হাতপাখার নতুন প্রার্থী জুলফিকার আলী  
			
			
	
			
										প্রকাশ:
										২৭ অক্টোবর, ২০২৫,  ০৩:৪৭ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে আলহাজ্ব জুলফিকার আলীকে। আগের ঘোষিত প্রার্থী মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী অসুস্থতায় কাকে প্রার্থীতা দিবে এ নিয়ে ধোঁয়াশা ছিল নেতাকর্মীদের মাঝে। সর্বশেষ গত ১৫ অক্টোবর জেলা দায়িত্বশীলদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের গোপন ভোটে মতামত নিয়ে গতকাল (২৬ অক্টোবর) প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্র। এ ব্যাপারে আলহাজ্ব জুলফিকার আলীর সহকারী প্রেস সচিব আমান উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমাদের ফটিকছড়ি আসনের প্রার্থী আলহাজ্ব জুলফিকার আলী।এটি আমরা নিশ্চিত হয়েছি।শীগ্রই আমাদের প্রার্থীকে নিয়ে আমরা জনগণের কাছে যাবো। তিনি আরো বলেন, আমাদের প্রার্থী ফটিকছড়ির আলেম ওলামা ও সাধারণ মানুষের জন্য বিগত ২০ বছর ধরে কাজ করে যাচ্ছেন। তিনি একাধারে একজন আন্তর্জাতিক ব্যবসায়ী, মাদ্রাসা প্রতিষ্ঠাতা, বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহি. এর ভাইরা, নীরব দানবীর, রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়শন আজমানের (RGT) ধর্ম সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক জয়েন্ট সেক্রেটারি। এলএইস/  |