মনিগাঁও মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২৯ নভেম্বর
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৭:৪৬ বিকাল
নিউজ ডেস্ক

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মনিগাঁও মাদরাসা আগামী ২৯ নভেম্বর ২০২৫, শনিবার ৭৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী সম্মেলনের আয়োজন করেছে। এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে।

মনিগাঁও মাদরাসা থেকে বহু প্রাক্তন ছাত্র বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তবে মাদরাসার অফিসে অনেক প্রাক্তন ছাত্রের যোগাযোগ নম্বর না থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় মাদরাসা কর্তৃপক্ষ সকল প্রাক্তন ছাত্রকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে। দেশ ও প্রবাস থেকে রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:

? মাওলানা বোরহান উদ্দিন (মনপুরার হুজুর) – ০১৬২৮-৭১৪৩৮৫

? মাওলানা আনোয়ার হোসেন (মনিগাঁওয়ের হুজুর) – ০১৮১৪-৭৩৬২৬৭

? মুফতী মাজহারুল ইসলাম রাজী (ছাত্র প্রতিনিধি) – ০১৮১৬-৮৫৫৭৬২

? মাওলানা হাবিবুর রহমান ক্বাফী (ছাত্র প্রতিনিধি) – ০১৮৩০-১৮৭২০২

আরএইচ/