দেশব্যাপী বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:৩০ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী জেলা–মহানগরে ঘোষিত বিক্ষোভ মিছিল সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

মাওলানা জালালুদ্দীন বলেন, আজকের বাংলাদেশ এক দুঃসহ সংকটকাল অতিক্রম করছে। প্রতিশ্রুত সংস্কারের কোনো কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, পরাজিত শক্তির বিচারের দৃশ্যমান পদক্ষেপ এখনো জনগণকে সন্তুষ্ট করতে পারেনি; বরং জনগণের ভোটাধিকার হরণে নতুন চক্রান্ত চলছে।

তিনি আরও বলেন, জুলাই–আগস্ট বিপ্লবের রক্তস্নাত ত্যাগে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তির সংগ্রাম আজ এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতিতে জাতির মুক্তি ও কল্যাণের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিসসহ দেশের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক শক্তিসমূহ যুগপৎভাবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অবিলম্বে গণভোট আয়োজন এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এই দাবিসমূহ শুধু একটি রাজনৈতিক দলের দাবি নয়; বরং শহীদদের রক্তে লেখা অঙ্গীকার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের শপথ।

মহাসচিব আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—স্বৈরাচার কখনো জনগণের ঢল রুখতে পারেনি। জুলাই–আগস্ট বিপ্লবের যে আকাঙ্ক্ষা ও প্রেরণা মানুষ হৃদয়ে ধারণ করেছে, তা আর দমন করা সম্ভব নয়। আগামীকালকের বিক্ষোভ মিছিলকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। প্রতিটি জেলা–মহানগরে জনতার স্রোত নামিয়ে প্রমাণ করতে হবে, এই দেশ গণমানুষের — এখানে কোনো স্বৈরাচারী আকাঙ্ক্ষা পূরণ হবে না।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন! আমরা সবাই মিলে এমন এক অদম্য গণজাগরণ সৃষ্টি করি, যা পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থামবে না।

এলএইস/