
| 	
        
			
							
			
			  ইসরায়েলি হামলার পরও গাজার যুদ্ধবিরতি বহাল আছে : ট্রাম্প  
			
			
	
			
										প্রকাশ:
										২০ অক্টোবর, ২০২৫,  ০৫:১৯ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ইসরায়েল ও হামাসের পাল্টা-পাল্টি অভিযোগের পরও গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প। তার এমন মন্তব্যের কয়েক ঘণ্টা আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। তবে হামাস দাবি করেছে যে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের সৈন্যদের লক্ষ্য করে রবিবার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দু’জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। দু’পক্ষের এমন পাল্টা-পাল্টি অভিযোগ ও হামলার ঘটনার পরও গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘‘হ্যাঁ, এখনো কার্যকর আছে।’ ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের হামলার বিষয়ে তিনি বলেন, হামাস শীর্ষ নেতৃত্বের কেউ চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং ‘কিছু বিদ্রোহী’ এর সঙ্গে জড়িত। কিন্তু যেভাবেই হোক, এটি যথাযথ উপায়ে মোকাবিলা করা হবে। এদিকে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের আজ সোমবার ইসরায়েল সফরে যাওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর রাখার জন্য তারা ইসরায়েলে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। এলএইস/  |