
| 	
        
			
							
			
			  তুর্কি সিরিজে মুসলিমদের জীবনযাপনে মুগ্ধ স্কটিশ নারীর ইসলাম গ্রহণ  
			
			
	
			
										প্রকাশ:
										১৪ অক্টোবর, ২০২৫,  ০৩:২৮ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মুসলমানদের জীবনযাপনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরলুস উসমান’ দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের এক নারী। গত সপ্তাহের মাঝামাঝিতে ডেইলি সাবাহ বিষয়টি নিশ্চিত করে। সংবাদমাধ্যমটি জানায়, সিরিজটির নির্মাতা প্রতিষ্ঠান বোজদাগ ফিল্ম জানিয়েছে, জুলিয়েটা লোরেঞ্জা মার্টিনেজ নামে এই নারী সিরিজটি দেখার সময় তুরস্কের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আর এ আকর্ষণ থেকে তিনি আরো গবেষণা শুরু করেন। যা তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি প্রভাবিত করে। বার্তাসংস্থা আনাদোলুকে এই নওমুসলিম বলেছেন, করোনা মহামারীর সময় আমি তার্কিস টিভি দেখা শুরু করি। কারণ, কুরলুস উসমানের গল্প, ইতিহাস এবং ইসলাম নিয়ে তথ্য আমার খুবই ভালো লেগেছিল। ইসলাম নিয়ে এর আগে আমি এত কিছু জানতাম না। মার্টিনেজ আরো বলেন, এসব বিষয় আমাকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করে। উসমান দেখার দুই বছর পর, আমি শাহাদাহ পাঠ করে মুসলিম হই। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি তুরস্কের ইস্তান্বুল সফর করেন। সেখানে তিনি বোজদাগ ফিল্মের সেট, ড্রামাটির দৃশ্য ধারণের স্থান এবং কায়ি উপজাতি ক্যাম্প ঘোরেন। যা ড্রামাটিতে দেখানো হয়েছে। তুরস্কে যাওয়াকে নিজের জন্য একটি ‘আবেগঘন সফর’ হিসেবে অভিহিত করেছেন তিনি। এই নারী বলেছেন, আমি যেন নতুন জীবন পেয়েছি। আমি এ জীবনকে খুবই ভালোবাসি। তার্কিস এ ড্রামা সিরিজ বিশ্বের বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি করেছে। অনেক দেশেই এটি ভাষান্তর করে প্রচার করা হয়েছে। এতে অটোমান (ওসমানি) সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং এটির সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ ও অন্যান্য এলএইস/  |