
| 	
        
			
							
			
			  গাজার অর্ধেক এখনো ইসরায়েলের দখলে রয়ে গেছে, অস্পষ্ট শান্তিচুক্তি  
			
			
	
			
										প্রকাশ:
										১৪ অক্টোবর, ২০২৫,  ১২:০৬ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে গাজা শান্তিচুক্তি তৈরি হয়েছে তা অস্পষ্ট, অনিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের একদল মনে করছেন, ইচ্ছে করেই এই চুক্তি অস্পষ্ট রাখা হয়েছে কারণ, এর ফলে দুই পক্ষকে চুক্তি মানতে রাজি করানো সহজ হয়েছে। অন্যদিকে, অপরপক্ষের অভিমত, অস্পষ্টতার কারণে এই চুক্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। খবর ডয়চে ভেলের। গাজা স্ট্রিপের দৈর্ঘ্য ৪১ কিলোমিটার। প্রস্থে ১০ কিলোমিটার। ইসরায়েলের সেনা জানিয়েছিল, তারা প্রায় পুরো অঞ্চলটিই নিজেদের দখলে নিয়ে নিয়েছে। বিশেষত উপকূলবর্তী অঞ্চল তাদের দখলে চলে গেছিল। শান্তি চুক্তিতে বলা হয়েছে, জীবিত সমস্ত বন্দিকে মুক্তি দিলে ইসরায়েলের সেনাকে গাজা ছেড়ে চলে আসতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ইসরায়েলের সেনা ইয়েলো লাইন পর্যন্ত পিছিয়ে এসেছে। এই ইয়েলো লাইন গাজার ভিতরেই অবস্থিত। ফলে এখনো গাজার অর্ধেক অংশ ইসরায়েল সেনার দখলে, এমনটা বলাই যেতে পারে। বিশেষজ্ঞদের অনেকেরই বক্তব্য. ইসরায়েল পুরোপুরি গাজা ছেড়ে চলে যাবে না। এলএইস/  |