দক্ষিণ কোরিয়া সফরে কবি মুহিব খান
প্রকাশ: ০৪ অক্টোবর, ২০২৫, ০৫:৩০ বিকাল
নিউজ ডেস্ক

দাওয়াতি সফরে দক্ষিণ কোরিয়ায় গেছেন জাগ্রত কবি মুহিব খান। শনিবার (৪ অক্টোবর) তিনি দেশটিতে পৌঁছেন। এ সময় তাকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছ জানান প্রবাসীরা।

৬ দিনের এই সফরে রাজধানী সিউলসহ ইজেন, হোয়াসং, ইয়ংইন, আনসান ও পাজু-তে মোট সাতটি দাওয়াহ কনফারেন্স ও কালচারাল প্রোগ্রামে অংশ নেবেন বলে কবি নিজেই জানিয়েছেন।

এ আয়োজন ঘিরে দক্ষিণ কোরিয়ার মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ইসলামিক দাওয়াহ ও সাংস্কৃতিক চেতনাকে প্রবাসীদের হৃদয়ে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দক্ষিণ কোরিয়ার মুসলিম কমিউনিটি এই উদ্যোগের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া জানিয়েছে।

আরএইচ/