সমুদ্রপথে গাজাগামী সংহতির অভিযাত্রা আটকে দিলো ইসরাইল
প্রকাশ:
০২ অক্টোবর, ২০২৫, ০৬:২৭ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা ছাড়া সব নৌকা আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্লোটিলার কোনো নৌকাই অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি বলে জানায় তারা। তবে সব যাত্রী নিরাপদে রয়েছে ও তাদের ইউরোপে নির্বাসিত করা হবে বলে বলেও জানায় তারা। এদিকে, অবরোধ ভাঙার চেষ্টায় ইতালি থেকে রওয়ানা দিয়েছে আরো একটি ফ্লোটিলা। গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই বহরে জাহাজ ছিল ৪৪টি। কিন্তু গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টায় তাদের গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও তার আগেই নৌবহরে হামলা চালায় ইসরাইলি নৌবাহিনী। আটক করা হয় বহরে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। আটক হওয়াদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। পরে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লোটিলার একটি নৌকা ছাড়া সব নৌকা আটক করা হয়েছে। এই বহরের কোনও নৌকাই অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি। এছাড়া আটক সব যাত্রী নিরাপদে রয়েছে ও তাদের ইউরোপে নির্বাসিত করা হবে বলে বলেও জানায় তারা। এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিন দখলকে অবৈধ ঘোষণা করেছে। তাই ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমায় ইসরাইলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। এদিকে গাজায় অবরোধ ভাঙার চেষ্টায় ইতালির সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আরও একটি ফ্লোটিলা। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। ইসরাইলের বাধা উপেক্ষা করে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ নৌযানইসরাইলের বাধা উপেক্ষা করে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ নৌযান সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। আরএইচ/ |