মসজিদে নববীর ৬০ বছরের শিক্ষক শেখ বশির আর নেই
প্রকাশ: ০২ অক্টোবর, ২০২৫, ১২:০৬ দুপুর
নিউজ ডেস্ক

মসজিদে নববীতে প্রায় ৬০ বছর ধরে শিক্ষকতা করা শেখ বশির বিন আহমদ সিদ্দিক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।)

বুধবার (১ অক্টোবর) তিনি ইন্তেকাল করেন বলে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে।

শেখ বশির কুরআনিক শিক্ষার এক স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক বহু পবিত্র মসজিদের ইমাম ও খ্যাতিমান আলেম। তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, শেখ বশির নববী মসজিদে ছয় দশক ধরে কুরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন সাবেক হারামের ইমাম শেখ মুহাম্মদ আইয়ুব ও শেখ আলী জাবের, বর্তমান নববী মসজিদের ইমাম শেখ আব্দুল মুহসিন আল-কাসিম ও শেখ সালাহ আল-বুদাইর, এবং প্রবীণ স্কলার কাউন্সিলের সদস্য শেখ মুহাম্মদ আল-মুখতার আল-শানকিতি।

তার খ্যাতি এবং তাজবিদ (তেলাওয়াতের নিয়মাবলি) এর গভীর জ্ঞানের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে পড়তে আসতেন। শেখ বশিরের শিক্ষণ পদ্ধতি ছিল ঐতিহ্যবাহী শিক্ষা কৌশল এবং গভীর পাণ্ডিত্যপূর্ণ অন্তর্দৃষ্টির এক অনন্য মিশ্রণ। তার হাতে গড়া হাজার হাজার ছাত্র আজ ইসলামের পবিত্রতম স্থানগুলিতে ইমামতি করছেন এবং বিভিন্ন জ্ঞানিক কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে থেকে তার রেখে যাওয়া ঐতিহ্যকে বহন করে চলেছেন।  তার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয় বলে মনে করছে মসজিদে নববী কর্তৃপক্ষ।

এনএইচ/