ফ্লোটিলা থেকে শহিদুল আলমের সর্বশেষ পোস্ট
প্রকাশ:
০২ অক্টোবর, ২০২৫, ১২:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বুকে বাংলাদেশের দীপ্ত লাল সূর্য। তার ওপর দু’হাত প্রসারিত বীর শহীদ আবু সাঈদের ছবি। আর হাতে বাংলাদেশের পতাকা। বিশ্ব যেখানে যেতে ভয় পায় অথবা নত হয়ে থাকে, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে গাজা সুমুদ ফ্লোটিলায় এমনভাবেই বুক চেতিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের অধিকারকর্মী শহিদুল আলম। তবে তিনি কিছুক্ষণ আগে মোসাব আবু তোহা’র একটি এক্স পোস্ট শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুকে। ওই পোস্টে তোহা লিখেছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফ্লোটিলায় করে সাহায্য পৌঁছে দিতে চেয়েছেন মানবতাবাদী সাহায্যকর্মীরা। এ কাজে তাদের নিজেদের সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু সেই সাহসী মানবতাবাদীরা সমুদ্রে অবৈধভাবে আটক হওয়ার পরও অন্তত সেই একই সরকারগুলোর কাছে ফিরে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ পান। এটা উপেক্ষা করা যায় না। কিন্তু আমরা, গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা, কোনো সুরক্ষা পাই না। যখন আমরা হারিয়ে যাই-হোক তা হাসপাতালের শয্যা থেকে তুলে নেয়া, আমাদের ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া, কিংবা অস্থায়ী তাঁবুতে জীবন্ত পুড়ে যাওয়া-আমরা যেন কোনো চিহ্ন ছাড়াই মিলিয়ে যাই। আমার হৃদয় ভেঙে যায় আমার জাতির জন্য: যারা হারিয়ে যায় নাম ছাড়াই, ছবি ছাড়াই, কবর ছাড়াই, আর গণমাধ্যমের চোখের আড়ালে। একবার তারা চলে গেলে, তারা আর নেই। এনএইচ/ |