বিশ্বজয়ী হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা
প্রকাশ: ০২ অক্টোবর, ২০২৫, ১১:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক পূর্ণ কুরআন হিফজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য নতুন এক গৌরবের ইতিহাস সৃষ্টি করেছেন। দেশে ফেরার পর তাকে বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) তিনি দেশে ফিরেন। এ সময় তার উস্তাদ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা শায়খ নেছার আহমদ আন-নাসিরীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। হাফেজ আনাস এ সময় কুরআন তেলাওয়াত করেন এবং সবার কাছে বড় আলেম হতে দোয়া কামনা করেন।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। হাফেজ আনাস পুরস্কার হিসেবে ৫০ হাজার লিবিয়ান দিনার পেয়েছেন।

অনুষ্ঠানে মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন এবং তাদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাংলাদেশি প্রতিযোগীদের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই প্রশংসিত হচ্ছে।

দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে লিবিয়ার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা পুনরায় শুরু হয়। এরপর থেকে প্রতি বছরই বাংলাদেশের হাফেজরা গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করে আসছেন।

২০২২ সালে সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন। ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান অর্জন করে ২ লাখ লিবিয়ান দিনার পুরস্কার লাভ করেন এবং একই বছরে মুস্তাফিজুর রহমান গাজী তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান অর্জন করেন। ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে সম্মানজনক সাফল্য অর্জন করেন। সর্বশেষ ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিক হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনেন।

এনএইচ/