চীনের হাসপাতালে মাওলানা ইনআমুল হাসান ফারুকীর পরীক্ষা-নিরীক্ষা শুরু
প্রকাশ:
০২ অক্টোবর, ২০২৫, ১১:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ক্যানসারে আক্রান্ত মাওলানা জুনায়েদ বাবুনগরী রহ.-এর খাদেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা ইনআমুল হাসান ফারুকী চিকিৎসার জন্য চীনে গেছেন। ইতোমধ্যে সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১ অক্টোবর) ইনআমুল হাসান ফারুকী চীনে যান। এদিনই চায়না গুয়াংজু মর্ডান ক্যানসার হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। মাওলানা ফারুকী নিজেই এই খবর জানিয়ে ফেসবুকে লিখেন- আলহামদুলিল্লাহ সহিসালামতে এয়ারপোর্ট পৌঁছে সরাসরি হাসপাতালে চলে এসেছি। এখানে আসার পর সাথে সাথেই আনুষ্ঠানিকভাবে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এই চিকিৎসা সফরে মুহতারাম MD Mashiur Rahman সাহেব আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ পাওয়া। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে চায়না এয়ারপোর্ট সব যায়গায় উনার অভিজ্ঞতা আমাদের অনেক উপকার হয়েছে,বিশেষ করে ভিন দেশের ভিন্ন ভাষার ডাক্তারদেরকে আমার দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসার লম্বা হিস্ট্রি বর্ণনা করে দেয়া...সর্ব বিষয়ে অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়ার মোহতাজ যাতে ভালোভাবে চিকিৎসাটা শুরু করতে পারি। প্রসঙ্গত, ২০২১ সালে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন তরুণ আলেম মাওলানা ইনআমুল হাসান ফারুকী। কারাগারে তাকে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন করা হয়। কারামুক্তির পরই তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। দীর্ঘদিন ভারতে চিকিৎসা নিলেও ক্যানসার জটিল আকার ধারণ করে। এক পর্যায়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চাওয়া হয়। জানানো হয়, চীনে চিকিৎসা করাতে তার এক কোটি টাকা প্রয়োজন। সহযোগিতা চাওয়ার পর বিভিন্নজন এগিয়ে আসেন। প্রায় ৮৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। এনএইচ/ |