খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক
প্রকাশ:
০১ অক্টোবর, ২০২৫, ০৮:২৫ রাত
নিউজ ডেস্ক |
![]()
এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর খালিশপুর মুজগুন্নীস্থ জামি'আ রশীদিয়া গোয়ালখালী মাদরাসার শায়েখ ফজলুল করীম রহ. অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম। পরিচালনা করেন সমন্বয়কারী আবু গালিব। বৈঠকে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির ও খুলনা-৩ আসনের হাত পাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক-১ আবু সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক-২ বন্দ সরোয়ার হোসেন, সমন্বয়কারী আবু গালি, যুগ্ম সমন্বয়কারী বাদশা খান, মোঃ আলফাত হোসেন লিটন, মাষ্টার মঈনুদ্দিন ভূইয়া, কাজী তোফায়েল হোসেন, আবুল কালাম আজাদ, মাহদী হাসান মুন্না, মোঃ পলাশ শিকদার, গাজী মিজানুর রহমান, মোঃ নিজাম উদ্দীন মল্লিক, অর্থ সমন্বয়কারী তরিকুল ইসলাম বন্দ, গণসংযোগ সমন্বয়কারী মোঃ তরিকুল ইসলাম কাবির, সদস্য নাজিম হাওলাদার নাঈম, সেন্টার সমন্বয়কারী ইন্জিঃ খালিদ হোসেন, পোলিং এজেন্ট সমন্বয়কারী মোঃ আমজাদ হোসেন, যোগাযোগ সমন্বয়কারী এস এম খলিলুর রহমান, মহিলা ভোটার সমন্বয়কারী ক্বারী সৈয়দ রুস্তম আলী, আইন সমন্বয়কারী মুফতি আব্দুল আজিজ, প্রশাসন সমন্বয়কারী মাও. হাফিজুর রহমান, প্রচার সমন্বয়কারী হাসিবুর রহমান শাকিল, প্রচার সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, সদস্য আল মামুন রাফি, প্রকাশনা সমন্বয়কারী মুফতি ইসহাক ফরিদী, সদস্য আব্দুল্লাহ আল নোমান, সেচ্ছাসেবক সমন্বয়কারী মোঃ নাজমুল হাসান প্রমুখ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে এবং পিআর পদ্ধতিতে জনগণের মাঝে ব্যাপক গণজোয়ার সৃষ্টি ও ৫ দফা দাবি আাদয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত চলমান আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আরএইচ/ |