ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন
প্রকাশ: ০১ অক্টোবর, ২০২৫, ০৭:৩০ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১ থেকে ৩১ অক্টোবর দাওয়াতি মাস ঘোষণা করেছে। আজ বুধবার (১ অক্টোবর) রাজধানীর পল্টন মোড়ে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ঢাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন। সারা দেশের সকল শাখায় একযোগে এ কর্মসূচি উদযাপিত হচ্ছে।

কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে স্বাধীনতার উদ্দেশ্য অর্জন না হওয়া, বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র না হওয়া, বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থপাচার ও অশস্নীলতা দূর না হওয়া, সহজে ব্যাবসার পরিবেশ সৃষ্টি না হওয়া যুব সমাজকে হতাস করেছে। এই দীর্ঘ সময়ে যারা ড়্গমতায় গিয়েছে তারা নিজেদের আখের ঘুছিয়েছে। দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংশের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।

বাংলাদেশকে এমন ভঙ্গুর দশা থেকে বের করে এনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সমবেত হতে হবে।

তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে, তারা দেশের অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজ অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থা উত্তরের জন্য যুবসমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই। এতে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, দাওয়াহ ও প্রশিড়্গণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দীন, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম ও ঢাকা মহানগর দড়্গণি নেতৃবৃন্দ।

আরএইচ/