নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভা কাল
প্রকাশ:
০১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
আল্লামা কারী বেলায়েত রহ. প্রতিষ্ঠিত নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির বার্ষিক সাধারণ সভা আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হবে। শায়খুল কুরআন মিলনায়তন, নূরানী টাওয়ার (৭ম তলা), কেন্দ্রীয় কার্যালয়, মোহাম্মদপুর, ঢাকায় এই সভা হওয়ার কথা রয়েছে। সভায় আসন্ন সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন, চলতি শিক্ষাবর্ষের কার্যক্রম পর্যালোচনা ও আগামী বছরের কর্মপস্থা নির্ধারণসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। এতে কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও সকল জেলার প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। আরএইচ/ |