জামিয়া মারকাজুস সুন্নাহর সিরাত পাঠ প্রতিযোগিতা বৃহস্পতিবার
প্রকাশ: ০১ অক্টোবর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
নিউজ ডেস্ক

সাভারের বিরুলিয়ায় অবস্থিত জামিয়া মারকাজুস সুন্নাহর উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতা '২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর)।

এদিন দুপুর ২: ১৫ মিনিট থেকে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ এবং প্রতিযোগীদের আসন গ্রহণ।

দুপুর ৩টা থেকে ১৫ মিনিট প্রতিযোগিতার নিয়মাবলি ঘোষণা।

৩: ১৫ থেকে ৩:২০ পর্যন্ত এম সি কিউ পেপার বিতরণ ও প্রয়োজনীয় তথ্য পূরণ।

৩: ২০ থেকে ৪: ১০ মিনিট পর্যন্ত ৫০ মিনিট  এমসিকিউ রাউন্ডের পরীক্ষা।

৪:৪৫ মিনিটে আসরের নামাজ।

আসরের নামাজের পর প্রতিযোগীদের নাশতা।

৫: ৫৫ মিনিটে মাগরিবের নামাজ।

মাগরিবের নামাজের পর থেকে ৮:০০ পর্যন্ত এমসিকিউ রাউন্ডে বিজয়ীদের নিয়ে চূড়ান্ত পর্ব।

৮:০০ থেকে সমাপনী বক্তব্য এবং ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ।

এই পুরস্কারের প্রথম পুরস্কার: ল্যাপটপ

দ্বিতীয় পুরস্কার: ট্যাব

তৃতীয় পুরস্কার: ১০ হাজার টাকা সমমূল্যের সিরাত গ্রন্থ

চতুর্থ হতে দশম পুরস্কার:  ৫ হাজার টাকা সমমূল্যের সীরাত গ্রন্থ।

১১ হতে ১৫ তম পুরস্কার: স্পেশাল গিফট। বাকি সকলের জন্যই রয়েছে সান্ত্বনা পুরস্কার।

যাতায়াতের ঠিকানা:

১. মেট্রোরেল দিয়ে আসলে

উত্তরা সেন্টার নেমে রিক্সাযোগে বিরুলিয়া ব্রিজ।

সেখান থেকে রিকশায় কাকাব বড় মাদ্রাসা।

২. গাবতলী থেকে বাস/ লেগুনা ইত্যাদি তে বিরুলিয়া ব্রিজ।

সেখান থেকে রিক্সায় কাকাব বড় মাদ্রাসা।

অবশ্য, বিরুলিয়া ব্রিজ হতে মাদ্রাসা পর্যন্ত স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবেন।

আপনি চাইলে গুগল ম্যাপ দেখে লোকেশনে আসতে পারেন।

https://maps.app.goo.gl/oHJAackxkm4GGQBJ9?g_st=aw

আরএইচ/