জাতীয় উলামা কাউন্সিলের প্রস্তুতি কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ: ০১ অক্টোবর, ২০২৫, ০৫:১২ বিকাল
নিউজ ডেস্ক

জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ প্রস্তুতি কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টায় মোহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

সভায় অন‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা শাহেদ জাহিরী, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আদনান মাসউদ, মাওলানা মুহাম্মাদ আরাফাত হুসাইন, মাওলানা জুনাইদ হাবীব প্রমুখ।

সভায় জাতীয় উলামা কাউন্সিলের কেন্দ্রীয় কমিটি গঠন এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরএইচ/