মুনীরুল ইসলামমের ছড়া 'বুঝতেছি না'
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
নিউজ ডেস্ক

মুনীরুল ইসলাম

'এ' বাহাদুর বিজয় বিজয় গাইতেছিল

বিরোধীদের ঐক্যে ভয়ও পাইতেছিল

'এ' এর সাথে জেডের ঐক্য শুনতেছিলাম

'বি' এর সাথে ক'দল আছে গুনতেছিলাম।

 

গুনে গুনে রাত গভীরে ঘুমাইছিলাম

জেগে দেখি ভুল জাগাতে চুমাইছিলাম-

'বি' এর সাথের দু'দল জাবর কাটতেছিল

'এ' এর দিকে কদম কদম হাঁটতেছিল।

 

'বি' এর সাথে হিসাব নাকি মিলতেছে না

তাইতো 'বি' এর আলাপ ওরা গিলতেছে না

'সি' এখনো 'বি' এর সুরই বাজাইতেছে

'বি'ও কিন্তু আসল সাজই সাজাইতেছে।

 

'ডি' বেচারা আওয়াজ বেশি বাড়াইতেছে

ভোটের নেশায় শহর নগর মাড়াইতেছে

কোনো দলে পয়সা-পাতি বিলাইতেছে

সবাই সবার লাভের হিসাব মিলাইতেছে।

 

কার সাথে কার ঐক্য হচ্ছে বুঝতেছি না

আমরা কি ভাই দেশের ভালো খুঁজতেছি না?

আরএইচ/